অর্ধপকা, পাকা মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট তিনটি ভবন রয়েছে। উত্তর পাশে রয়েছে একটি আধাপাকা ভবন, পশ্চিম পাশে সম্পূর্ণ পাকা একটি একতলা ভবন রয়েছে এবং পূর্ব পাশে একটি দ্বিতল ভবন রয়েছে।
১৯২৮ খ্রিঃ হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। জমি দাতা স্বর্গীয় হরেন্দ্র চন্দ্র সাহা, পিতা: হারান চাঁন সাহা দেখলেন যে, হাজপিুর ইউনিয়নে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিশুদের মধ্যে শিক্ষার আলো বিতরণ করার কোন সুযোগ নেই। তাই তিনি তার নিজের জমি থেকে বিদ্যালয়ের জন্য কিছু জমি দান করেন। বর্তমানে হরেন্দ্র চন্দ্র সাহার সুযোগ্য পুত্র পংকজ কুমার সাহা দাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসাবে স্বীকৃত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস