বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ঢাকা বিভাগের নরসিংদী জেলার, নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে অবস্থিত। ইহার উত্তর দিক দিয়া ঢাকা চিটাগাং রেলওয়ে সড়ক গিয়াছে।
বিদ্যালয়টি ০১/০১/১৯৮৫ ইং সনে পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কাজী আবুল হাসেম সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় থেকে বহু ছাত্র/ছাত্রী সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের বহু সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা |
১ | ৬ষ্ঠ | ৭৭ জন | ১৩৭ জন | ২১৪ জন |
২ | ৭ম | ৬০ জন | ৯৫ জন | ১৫৫ জন |
৩ | ৮ম | ৫৩ জন | ৮৮ জন | ১৪১ জন |
৪ | ৯ম | ৪৬ জন | ৬৫ জন | ১১১ জন |
৫ | ১০ম | ৩১ জন | ৫০ জন | ৮১ জন |
মোট- | ২৬৭ জন | ৪৩৫ জন | মোট ছাত্র/ছাত্রী= ৭০২ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | আলহাজ্ব কাজী আবুল হাসেম | সভাপতি |
২ | আলহাজ্ব মো: ফারুক উদ্দিন ভূঁইয়া | দাতা সদস্য |
৩ | মো: আবুল হোসেন মোল্লা | অভিভাবক সদস্য |
৪ | ডা: আ: রহিম খাঁন | অভিভাবক সদস্য |
৫ | মো: সেলিম মিয়া | অভিভাবক সদস্য |
৬ | মো: আলম বেপারী | অভিভাবক সদস্য |
৭ | মো: সাহাদাত হোসেন খান | বিদ্যুৎসাহী সদস্য |
৮ | মোসা: আম্বিয়া বেগম | সংরক্ষিত মহিলা সদস্য |
৯ | মো: বোরহান উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১০ | মো: ফরিদুল হক সরকার | শিক্ষক প্রতিনিধি |
১১ | মোসা: সাহিদা আক্তার | শিক্ষক প্রতিনিধি |
১২ | মো: জাকির হোসেন | প্রধান শিক্ষক/সচিব |
জে.এস.সি পরীক্ষার ফলাফলঃ
সাল | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশ | পাশের হার |
২০১০ | ১৩০ জন | ৮৮ জন | ৬৭.৬৯% |
২০১১ | ১৫০ জন | ৯৬ জন | ৬৪% |
২০১২ | ১৩১ জন | ১১৬ জন | ৮৮.৫৫% |
এস.এস, সি পরীক্ষার ফলাফল:
সাল | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশ | পাশের হার |
২০০৮ | ৮৫ জন | ৫৪ জন | ৬৩.৫৩% |
২০০৯ | ৮৪ জন | ৫৫ জন | ৬৫.৪৮% |
২০১০ | ৮৭ জন | ৬০ | ৬৮.৯৭% |
২০১১ | ১২২ জন | ৮৩ জন | ৬৮.০৩% |
২০১২ | ১৪৫ জন | ১০১ জন | ৬৯.৬৬% |
১৯৯৯ইং সনে জুনিয়র বৃত্তি প্রাপ্ত=০১ জন
২০১২ইং সনে জুনিয়র বৃত্তি প্রাপ্ত=০১ জন (A+)
২০১০ইং সনে এস,এস,সি-A+=০১ জন
২০১১ইং সনে এস,এস,সি-A+=০২ জন
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষারমান উন্নয়ন, খেলাধুলার মান বৃদ্ধি, সাহিত্য, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ এবঙ কম্পিউটার কোর্স চালু করন।
নরসিংদী শহর হইতে অটোযোগে বাদুয়ারচর রেলগেইটবাজার। ভেলানগর হইতে অটোযোগে বাদুয়ারচর রেলগেইট বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস